নিজস্ব প্রতিবেদক »
ঈদের পোশাকে বাঙালি পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি। পুরুষদের চাহিদার কথা মাথায় রেখে তাই নগরীর ফ্যাশন হাউসগুলোতে আসতে শুরু করেছে রঙ-বেরঙয়ের বাহারি ডিজাইনের পাঞ্জাবি। তবে ফ্যাশন-হাউসগুলোতে গ্রীষ্ম মৌসুমের কথা মাথায় রেখে কাপড় হিসেবে সুতিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
নগরীর জিইসির স্যানমার ওশান সিটি শপিংমলের জেন্টাল-পার্ক, শৈল্পিক, ক্যাট্স-আই ফ্যাশন-হাউস ঘুরে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে নতুন কালেকশন আসতে শুরু করেছে। যেখানে ছেলেদের পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবি, কাবুলি পোশাকেরই বিশেষ প্রাধান্য রয়েছে। এছাড়া থাকছে টি-শার্ট, হাফ স্লিভ শার্ট-প্যান্ট, ফতুয়া, জিন্স ইত্যাদি। এসব পোশাকের সাথে থাকছে মানানসই বেল্ট ও টাই। এছাড়াও মেয়েদের পোশাক হিসেবে রাখা হয়েছে ওয়ান পিস কুর্তি, টপস্, টু-পিস, লং শার্ট এবং সেলোয়ার কামিজকে। ওয়ান পিস ও টুপিস কুর্তি এবং সেলোয়ার কামিজের সাথে মানানসই ওড়না, হিজাবেরও সংগ্রহ রয়েছে এসব ফ্যাশন হাউসে।
জেন্টাল পার্কের ব্যবস্থাপক মোহাম্মদ রাসেল জানান, ‘ঈদ উপলক্ষে আমাদের নারীদের জন্য রয়েছে ওয়ান পিস, টুপিসের কালেকশন। যেগুলোর দাম পড়ছে ১৯’শ ৯০ থেকে ৩৯’শ ৯০ টাকার মধ্যে। এগুলো ছাড়াও মেয়েদের প্যান্ট আইটেম আছে যেমন লেগিংস ও ডিভাইডার। এছাড়া আছে ওড়না বা দোপাট্টা আইটেম। ছেলেদের পোশাকের মধ্যে আছে পাঞ্জাবি এবং কাবুলি যেগুলো আমাদের ঈদের বিশেষ আকর্ষণ। কাবুলির সাথে যেহেতু টুপিস, কাবুলি ও সেলোয়ার রয়েছে সেজন্য এগুলোর প্রাইস একটু বেশি পাঞ্জাবির তুলনায়। এগুলোর দাম পড়ছে ৪ হাজার ৪শ’এর মধ্যে। পাঞ্জাবি থাকছে ১৭ ’শ থেকে ৪ হাজারের মধ্যেই।
এছাড়া আমাদের রেগুলার আইটেম হিসেবে শার্ট, টিÑশার্ট, পলো শার্ট, প্যান্ট এগুলো তো আছেই। এগুলোর মধ্যে টি-শার্ট পড়ছে ৫৯০ থেকে ১৪’শ ৯০ পর্যন্ত। পলো শার্ট ১২ ’শ ৯০ থেকে ২৯’শ ৯০ পর্যন্ত। আর ক্যাজুয়াল-ফর্মাল মিলিয়ে শার্ট হলো ১৭শ থেকে ২৮শ আছে। এছাড়া আছে টাই, ট্যাং টব, ইনার টি-শার্ট, আন্ডার-ওয়্যার, সকস। বাচ্চাদের ও কাবুলি পাঞ্জাবিই থাকছে।’
শৈল্পিক ফ্যাশন-হাউসের ইনচার্জ মোহাম্মদ সালাম বলেন, ‘আমাদের সারাবছরই পাঞ্জাবি কালেকশন থাকে তবে ঈদের জন্য আমরা বিশেষভাবে কিছু ডিজাইন তৈরি করি। পাঞ্জাবির কম্বো কালেকশনও আমরা রেখেছি যাতে পরিবারের পুরুষ সদস্যরা সবাই মিলিয়ে পড়তে পারেন। রমজানের মধ্যেই নতুন ডিজাইনগুলো এসে যুক্ত হচ্ছে।পাঞ্জাবিগুলোর দাম পড়ছে ১৪’শ ৯০ থেকে শুরু করে ৮ হাজারের মধ্যে। কম্বো কালেকশনগুলো প্রতিসেট ৪ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে। এছাড়া যে শার্টগুলো আছে এগুলোর দাম পড়ছে ৮৯০ থেকে সাড়ে ৩ হাজারের মধ্যে। টি-শার্টের দাম পড়ছে ৬শ থেকে আড়াই হাজারের মধ্যে। এছাড়া আমাদের এখানে জেন্টস টেইলারিং সেকশন আছে; যেখানে আমরা স্যুট, শেরেওয়ানি, প্যান্ট-শার্ট এসবের কাপড়সহ অর্ডার নিয়ে থাকি। মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে ওয়ান-পিস, টু-পিস, গাউন। ওয়ান পিস পড়ছে ১৪ ’শ থেকে ২ হাজার পর্যন্ত। টু-পিস গুলো ২৪ ’শ থেকে ৪ হাজার পর্যন্ত। থ্রি-পিসগুলো ৫ হাজারের মধ্যে রাখা হচ্ছে।’
ক্যাটস-আইয়ের ব্যবস্থাপক আবুল কাশেম বলেন, ‘আমাদের সবকটি প্রডাক্টের নতুন কালেকশন এসেছে। তার মধ্যে আমাদের হাফ স্লিভ শার্টই বেশি এসেছে। এগুলো শবে বরাতের পর থেকেই আমরা ডিসপ্লে করেছি। হাফ স্লিভ শার্ট রাখছি ২১’শ ৯০ থেকে ৩ হাজারের মধ্যে। ফর্মাল শার্ট থাকছে ২৫’শ ৯০ থেকে ৩ হাজারের ভিতরে। পাঞ্জাবি থাকছে ২৬’শ থেকে ৪ হাজারের মধ্যে। কাবুলি সেট থাকছে ৪২’শ ৫০ এর মধ্যে। এছাড়া আছে পলো টি-শার্ট, রাউন্ড নেক ৫৯০ টাকা। এছাড়া এগুলোর সাথে এক্সসরিজ থাকছে।’