সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসানে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা জেতায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এর একটা স্বীকৃতি পেলেন জর্ডান হেন্ডারসন। ফুটবল লেখকদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুল অধিনায়ক।
এক চতুর্থাংশেরও বেশি ভোট পেয়ে শুক্রবার ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। সেরা পাঁচে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনে, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড এবং লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও সাদিও মানে।
এ মাসের শুরুতে চোট নিয়ে ছিটকে যাওয়ার আগে এবারের প্রিমিয়ার লিগে হেন্ডারসন খেলেন ৩০ ম্যাচ। গোল করেন চারটি। বর্ষসেরার পুরস্কার জয়ের পর তিনি কৃতজ্ঞতা জানালেন লিভারপুল সতীর্থদের প্রতি।
‘অনেকের কাছে আমি ঋণী। সবচেয়ে বেশি ঋণী ক্লাবের সতীর্থদের কাছে। আমার সঙ্গে তাদের প্রত্যেকেই এই পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার।’
খবর : বিডিনিউজ’র।
খেলা