সুপ্রভাত ডেস্ক :
বলিউডে সফল জুটির কথা উঠলে তাদের নাম থাকবে প্রথম সারিতে। নব্বই দশকে তারা জুটি বেঁধে অনেকগুলো সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন। দর্শকদের কাছে তাদের জনপ্রিয়তা ছিলো তুঙ্গে। ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’, ‘দুলহে রাজা’, ‘পারদেসি বাবু’, ‘আন্টি নাম্বার ওয়ান’, ‘রাজাজি’, ‘আঁখিও সে গোলি মারে’র মতো সিনেমায় একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন তারা।
বলছি দর্শকনন্দিত গোবিন্দ ও রাভিনা ট্যান্ডন জুটির কথা। সময়ের পালাবদলে তারা দু’জনেই এখন বলিউডে অনিয়মিত। বিভিন্ন অ্যাওয়ার্ড শো আর টিভি অনুষ্ঠান ছাড়া তাদের সেভাবে দেখাও যায় না।
তবে সেই বিরতি ভাঙতে চলেছে। শিগগিরই নতুন সিনেমায় একসঙ্গে হাজির হচ্ছেন গোবিন্দ-রাভিনা। আর এ সুখবরটি দিয়েছেন খোদ রাভিনা নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দ্য গ্র্যান্ড রিইউনিয়ন! আবারও একসঙ্গে স্ক্রিনে আসছি। কী, কোথায়, কখনৃ? কামিং সুনৃ।’
ফেরার ঘোষণা দিলেও কোন সিনেমা, কোন প্ল্যাটফর্ম, কিছুই স্পষ্ট করেননি রাভিনা। এসব নিয়ে ভক্তরাও অনেক প্রশ্ন করেছেন। কিন্তু নিশ্চুপ নায়িকা। তবে ঘোষণা যেহেতু দিয়েছেন, সুতরাং অচিরেই তাদের একসঙ্গে দেখা যাবে। আপাতত এই খবরেই ভক্তরা খুশি।



















































