সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে নিয়মিতই খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তবে চলতি আসরে তার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। আলোচনা চলছে এই মৌসুমেই ৪৩ বছর বয়সী এই তারকা অবসরে যাবেন কি না। এবার অবসর গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ধোনি। ধোনির অবসর নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচের পর সেই আলোচনা পায় ভিন্ন মাত্রা।
সেদিন চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামের উপস্থিত ছিলেন ধোনির বাবা-মা। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে লেখা হয়, ওইদিন ধোনির স্ত্রী সাক্ষী তাদের মেয়ে জিভাকে ‘শেষ ম্যাচ’ বলতে দেখেছেন দর্শকরা। যা চেন্নাইয়ের সাবেক অধিনায়কের ক্যারিয়ারের ইতি টানার জল্পনাকে আরও বাড়িয়ে দেয়। চলমান এসব গুঞ্জন নিয়ে রাজ শামানির পডকাস্টে কথা বলেছেন ৪৩ বছর বয়সী ধোনি। সেখানে ধোনি বলেন, ‘ এখনই অবসর নিয়ে ভাবছি না, আমি এখনও আইপিএল খেলছি এবং একটি করে বছর ধরে। আমার বয়স ৪৩, চলতি আইপিএল শেষে জুলাইয়ে আমার বয়স হবে ৪৪। তাই আরও এক বছর খেলতে চাই কিনা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ১০ মাস সময় আছে।
আর আইপিএল খেলার সিদ্ধান্ত আমার নয়, খেলতে পারব কি পারব না এটা আমার শরীরের ওপর নির্ভর করছে।’
ধোনির বক্তব্যে স্পষ্ট, শরীর যদি টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে পারে, তাহলে খেলে যাবেন। অন্যথায়, তখনই বিদায়ের সিদ্ধান্ত নেবেন। আপাতত অবশ্য খেলার মজা নিতে চান এই উইকেটরক্ষক-ব্যাটার। তার ভাষায়, ‘আমি এখন আইপিএলটা উপভোগ করছি। স্কুলজীবনে যেভাবে রোজ বিকেলে খেলতে যেতাম, এখনো ঠিক তেমনই খেলছি। তখন রোজ ৪টায় কলোনির মাঠে খেলতাম। আবহাওয়া খারাপ থাকলে ফুটবল খেলতাম। আমি সেই সহজ-সরল আনন্দটা পেতে চাই। যদিও বলা সহজ, করা কঠিন।’