এ জেড এম হায়দার :
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টে এক খেলা হাতে রেখেই ফাইনালে নিশ্চিত করে ডা. কামাল এ খান ও আবু তাহের পুতু একাদশ। আর গতকাল সন্ধ্যায় টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করতে নামে। ফাইনালের প্রস্তুতি খেলা হিসেবে পরিনত হওয়া এ খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় আবু তাহের পুতু একাদশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে পুতু একাদশের সাকিব, শাহেদ, রহিম ও মিজানুর এবং কামাল এ খান একাদশের তৌহিদ, শুভ ও পাভেল গোল করেন। এ ফলাফলের সুবাদে পুতু একাদশ অপরাজিত থেকেই এ পর্ব শেষ করলো। ৩ খেলায় পুতু একাদশের ৮ পয়েন্ট ও ডা. কামাল এ খান একাদশের ৬ পয়েন্ট। আগামীকাল ১৮ অক্টোবর সন্ধ্যায় আবারো তারা শিরোপা লড়াইয়ে নামবে।
এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলায় উভয়ে নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রামে রাখে। শুরু থেকে আক্রমণ শানিয়ে দু’দলই গোলের সুযোগ পায়। এরমধ্যে ২ মিনিটেই পেনাল্টি থেকে তৌহিদের গোলে লিড নেয় ডা. কামাল এ খান একাদশ (১-০)। বক্সে পুতু একাদশের কিপার ওমর ফারুক প্রতিপক্ষ দলের একজনকে ফাউল করার দায়ে রেফারি মো. হারুণ পেনাল্টির নির্দেশ দেন। অব্যাহত চেষ্টার পর ৩৫ মিনিটে সমতা আনে পুতু একাদশ। ডানপ্রান্ত থেকে জুয়েলের সেন্টার থেকে সাকিবের শট প্রতিপক্ষ একজন ডিফেন্ডারের ডায়ে লেগে জাল স্পর্শ করে (১-১)। এ ফলাফলে প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে বদলি পাভেলের দর্শনীয় শট কিপার ফারুক কর্নার করে প্রতিহত করলে গোলবঞ্চিত হয় কামাল এ খান একাদশ। পরবর্তীতে দু’দলই কয়েকটি নিশ্চিত সুযোগ করেও বল জালে পাঠাতে ব্যর্থ হয়।
ম্যাচ সেরা সাকিবের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য আবদুল হান্নান আকবর।