ফাঁকা হয়ে যাচ্ছে নগর

চট্টগ্রাম দেওয়ানহাট এলাকা থেকে তোলা ছবি

সুপ্রভাত ডেস্ক

ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি ছুটছে মানুষ। ফাঁকা হয়ে যাচ্ছে নগর।
চট্টগ্রাম রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে।

রমজান মাসজুড়ে নগরে ছিল যানজট। এখন তা কমছে। ইতোমধ্যে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন অনেকে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য প্রতি বছর বাস ও ট্রেনে করে বাড়ি ফেরার পথে নানা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে অন্যান্যবারের চেয়ে এবার ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন ঘরমুখো মানুষ।

কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, কদমতলী বাস টার্মিনাল, স্টেশন রোড, বিআরটিসি বাসস্টেশন, গরিবুল্লাহ শাহ মাজার গেট, অলংকার মোড়, এ কে খান ও সিটি গেট এলাকার বাস কাউন্টারগুলোতে ভোর থেকে রাত পর্যন্ত ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়।