ফটিকছড়ির খোলা বাজারে টিসিবির হাজার লিটার সয়াবিন

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খোলা বাজার থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ আগস্ট) উপজেলার নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরের গুদামে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় দোকান মালিক মো. ইকবালকে (৩৮) আটক করা হয়। তিনি ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের ছেলে।

প্রশাসন জানিয়েছে, সরকারি ভর্তুকির এই তেল খোলা বাজারে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। দোকানটি দীর্ঘদিন ধরে গোপনে মজুত করে সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি দামে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয় এসব তেল।

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, খোলা বাজারে টিসিবির তেল বিক্রির দায়ে দোকান মালিককে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, নানুপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং বাজার পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।