ফটিকছড়িতে তুচ্ছ ঘটনায় ভাইয়ের পর মায়েরও মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলায় ভূজপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) আপন বড় ভাই ইয়াসিনের হাতে নির্মমভাবে রক্তাক্ত হয়েছেন মা ও ছোট ভাই। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মো. মাছুম (৩৫) শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ও মা জুলেখা খাতুন (৫৫) রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে এগারটায় মারা যান।

এই ঘটনায় এলাকাবাসীর উদ্যোগে চাঁদা তুলে হাসপাতাল থেকে তাদের লাশ আনার ব্যবস্থা করছেন। বৃহস্পতিবার  সকাল দশটার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর এলাকার মধু বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ঘাতক মো. ইয়াসিন পালিয়ে গেছে। এখন পর্যন্ত ঘাতককে আটক করা সম্ভব হয়নি। জানা যায়, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জায়গা বিক্রির টাকা নিয়ে ও জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে নিজ ছোট ভাই মো. মাছুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে আহত মা ও ভাইকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক বলেন, আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি কেউ আইনগত ব্যবস্থা নিতে রাজি না হওয়ায় আমরা নিজেরাই বাদী হয়ে ঘাতক ইয়াসিনের বিরুদ্ধে মামলা করব।