নিজস্ব প্রতিবেদক :
প্লাজমা দান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘করোনাজয়ী’ ৩০জন সদস্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেলেন। করোনা ভাইরাস প্রতিরোধে সিএমপির এ নতুন উদ্যোগ গ্রহণ করেছে বলে সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টায় দামপাড়া পুলিশ লাইন্স থেকে করোনা জয়ী সিএমপির এ সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উদ্দেশে রওনা দেন। এসময় সিএমপি কমিশনারের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমপির ৫জন সদস্য প্রাণ হারিয়েছেন।