অলোক আচার্য »
পৃথিবীতে সবথেকে নিরাপদ আশ্রয় মায়ের কোল। সবচেয়ে মধুর ডাক মা। মানুষ ছাড়াও প্রতিটি প্রাণীর ক্ষেত্রেই মা-ই হলো সবচেয়ে আপন। এই প্রাণীদের মধ্যেও আবার এমন কিছু প্রাণী রয়েছে যারা নিজের সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করে পৃথিবীতে বংশধরদের রেখে যায়। এমন দুটি প্রাণী হলো সাগর অক্টোপাস এবং মাকড়সা।
অক্টোপাস
অক্টোপাস সমুদ্রে উপযুক্ত পরিবেশ পেলে পেট থেকে ডিমগুলি জলে ছেড়ে দেয়। একটি অক্টোপাস এক সঙ্গে প্রায় ৫৬ হাজার ডিম পাড়তে পারে। ডিম পাড়ার পর থেকে অক্টোপাস কয়েক মাস কোনও রকম খাবার খায় না। জলের তলায় নুড়ি পাথর ঘেরা সুরক্ষিত গুহার মধ্যেই ডিম পাড়ে অক্টোপাস। ডিম পাড়ার পর অক্টোপাস সেই গুহার সামনে শুয়ে থাকে। এবং সাইফনের সাহায্যে তরঙ্গ সৃষ্টি করে। এর ফলে ক্ষতিকর কোনও কিছুর প্রভাবই পড়তে পারে না সে ডিমের ওপর। ডিমের মধ্যে যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে তার ব্যবস্থাও করে রাখে। শিকারীরা কোনও কারণে কাছাকাছি এলে তাদের শুঁড়ের সাহায্যে নিঃশব্দে আঘাতও করে অক্টোপাস। বছরের অর্ধেকের বেশি সময় অক্টোপাস তার ছানাদের জন্য ব্যয় করে। আর এই সময়টায় সে কিছুই খায় না। এমনও হয়েছে আনাহারে পেটে ডিম নিয়ে অক্টোপাসের মৃত্যুও হয়েছে।
মাকড়সা
মাকড়সাকে প্রকৃতির শ্রেষ্ঠ মা বলা যায়। যখন মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয় তখন মা মাকড়সা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা না হওয়া পর্যন্ত। যখন বাচ্চা হয় তখন মা মাকড়সা বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য নিজের শরীর বিলিয়ে দেয় তাদের খাবারের জন্য। বাচ্চা মাকড়সারা খাদ্য হিসেবে মা মাকড়সার শরীরই খেতে শুরু করে একটু একটু করে। সন্তানের জন্য মা নীরবে হজম করে সব কষ্ট যন্ত্রণা। এভাবে এক সময় মায়ের পুরো শরীরই চলে যায় সন্তানদের পেটে।