সুপ্রভাত ডেস্ক »
প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) ভোর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।
আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের অভিযোগ, গত মঙ্গলবার রাতে প্রাইম মুভারে মরদেহ বহন করতে রাজী না হওয়ার ঘটনায় পাহাড়তলী থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের সংগঠনের সভাপতি সেলিম খান এবং দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে মারধর করে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেয় সংগঠনটি।
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যমতে, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় এক হাজার ২০০ প্রাইম মুভার ডিপোতে কনটেইনার আনা-নেওয়ার কাজ করে। চট্টগ্রামে ২১টি বেসরকারি কনটেইনার ডিপো আছে। কর্মবিরতির কারণে সবগুলো ডিপোতেই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।