প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র এর উদ্যোগে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী পরিচালিত ২য় অনলাইন প্রশিক্ষণ কোর্স ২০২১ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের উপসচিব কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএনআইআরসিএমপিএস এর পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। উপাচার্য বলেন, প্রশিক্ষণ পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণ হতে লব্দ জ্ঞান নিজেদের মেধাকে বিকশিত করার যেমন সুযোগ ঘটায় তেমনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখে। তিনি বলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়কে আধুনিক বিশে^র বিশ^বিদ্যালয়ের কাতারে সামিল করতে বিশ^মানের গবেষণার বিকল্প নেই। উপাচার্য আরও বলেন, বর্তমানে যারা এ ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সম্ভাবনাময়। তারা তাদের মেধাকে সর্বোচ্চ ব্যবহার করে দেশ-জাতির কল্যাণে নিয়োজিত রাখবেন। চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে চবি বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষকবৃন্দ, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ এবং ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী দেশ-বিদেশের শিক্ষক-গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। মাসব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশের ৭০ জন শিক্ষক গবেষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি