চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেছেন, সরকারী সেবা আরও গতিশীল করতে সচিবালয়ের নির্দেশমালা আমাদের মাঠ প্রশাসনের জন্য অবশ্যই অনুস্বরণীয় একটি বিষয়।
সচিবালয়ের ন্যায় প্রশাসনিক কর্মকর্তাদেরকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী কমিশনার নন ক্যাডার পদে পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান অত্যন্ত জরুরি। সরকার এ বিষয়টি নিয়ে ভাবছে। ২০১৮ সালে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে এ বিষয়টি আলোচনা হওয়ার পর সরকার আমলে নেয়। আগামীতে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক সম্মেলনেও বিষয়টি উত্থাপন করা হবে এবং জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হবে। মাঠ প্রশাসনের যে কোন সমস্যা সমিতির মাধ্যমে আমাদের নজরে আসলে আমরা পদক্ষেপ নেব।
তাহলে কর্মকর্তারা কর্মউদ্দীপনা নিয়ে কাজ করবে।
১৬ জুলাই সকাল ১১টায় নগরীর লালখান বাজারস্থ পিটস্টপ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন কর্মকর্তা কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় শাখার ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুরুতে অতিথিদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলম বলেন, বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে কাজের পরিধি অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে একাধিক শাখায় কাজ করতে হিমশিম খেতে হয়। সরকারি সেবা আরও সহজ ও গতিশীল করতে সারাদেশে মাঠ প্রশাসনে প্রশাসনিক কর্মকর্তাদেরকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে সহকারী কমিশনার নন ক্যাডার পদে পদোন্নতি দিলে তারা প্রশাসনের একেকটি শাখায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। প্রশাসনিক কর্মকর্তারা পর্যায়ক্রমে সহকারী কমিশনার নন ক্যাডার, সিনিয়র সহকারী কমিশনার নন ক্যাডার, এমনকি উপ-সচিব পদেও পদোন্নতি পেতে পারে। সরকার এ ব্যাপারে ভাবছে। ৮৮ জন প্রশাসনিক কর্মকর্তা থেকে বর্তমানে সারাদেশে মাঠ প্রশাসনে প্রায় ৯’শ জন প্রশাসনিক কর্মকর্তার পদ সৃষ্টি হয়েছে। তাদের পদোন্নতিসহ যৌক্তিক দাবীগুলো বাস্তবায়নে সরকারের সহযোগিতা চাওয়া হবে।
সভায় সংগঠনের কর্মকর্তারা বলেন, প্রায় ৬০ বছরের অধিক সময় ধরে প্রশাসনিক কর্মকর্তা পদটি সৃষ্টি হলেও পদোন্নতিসহ অন্যান্য সুযোগ রয়েছে। সচিবালয়ের ন্যায় মাঠ প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাদের পদ-পদবী পরিবর্তন ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী কমিশনার নন ক্যাডার পদ উচ্চতর গ্রেডে উন্নীতকরণসহ জেলা-উপজেলা প্রশাসন কর্মরত ও নবসৃষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কর্মপরিধি নির্ধারণে সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।
বাংলাদেশ মাঠ প্রশাসন কর্মকর্তা কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ মুহাম্মদ ইউনুছ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. বদিউল আলম। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র নাথ, সহ-সভাপতি মো. মমিনুল হক, সদস্য ড. আকবর হোসাইন, মো. শামসুল হক, মো. জসিম উদ্দিন, সোনারাম দে, মো. শাহ আলম, মো. সাহেব আলী, মো. কামাল উদ্দিন, কাজী আহছান উল্লাহ, হারাধন চন্দ্র মজুমদার, হারুনুর রশিদ, পিনাক পানি চৌধুরী, আবদুর রহিম, গৌরিকা চাকমা প্রমুখ।
সভায় বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
প্রশাসনিক কর্মকর্তাদের সহকারী কমিশনার পদে পদোন্নতি জরুরি
ঈদ পুনর্মিলনীতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার