সাদার্ন ইউনিভার্সিটিতে নবীন বরণ
সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এমবিএ স্প্রিং সেমিস্টার-২০২১ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় আয়োজিত নবীনবরণে অনলাইনে যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রফেসর ড. সালেহ জহুর, প্রফেসর ড. শওকতুল মেহের ও বিভাগের শিক্ষকবৃন্দ।
করোনা মহামারির বর্তমান প্রেক্ষাপট নিয়ে ক্যারিয়ার ইন চেঞ্জিং ওয়ার্ল্ড অ্যান্ড গোল সেটিংস বিষয়ক আলোচনা করেন প্রফেসর সরওয়ার জাহান।
তিনি বলেন, বর্তমান বিশ্ব এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। করোনার ভাইরাসের উদ্ভূত পরিস্থিতে প্রত্যেকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন। তবে এটা শিক্ষণীয় যে পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর, একমাত্রই প্রযুক্তিই দুর্যোগকালীন নির্ভরতার প্রতীক হিসেবে সামনে চলার সাহস যুগিয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শতভাগ প্রযুক্তির মাধ্যমে কর্মকা- অব্যাহত রেখেছে। তাই শিক্ষার্থীদের নতুন নতুন চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। কোভিডের কারণে সৃষ্ট দুর্যোগের ক্ষতির প্রভাব দীর্ঘায়িত হতে পারে। সমন্বয়, পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, প্রতিকূল পরিবেশেও লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। প্রতিনিয়ত আমরা কোনো না কোনো নতুন পরিস্থিতির মুখোমুখি হবো। চট্টগ্রামে প্রথম এমবিএ কোর্স চালু করে সাদার্ন ইউনিভার্সিটি। সরকার ঘোষিত বন্ধের পর থেকে আমরা অনলাইন একাডেমিক কার্যক্রম শুরু করি এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি। করোনা সংকটে যাতে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতির সম্মুখীন হতে না হয় সেই ব্যাপারে আন্তরিক সচেষ্ট ছিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষসহ শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা হচ্ছে ইউনিভার্সিটির প্রাণ, তাদের অগ্রগতি মানে ইউনিভার্সিটির উন্নয়ন তথা দেশের কল্যাণ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা।
সমাপনী বক্তব্যে প্রফেসর ড. ইসরাত জাহান অনলাইনে যুক্ত সকল অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি