সুপ্রভাত ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে রাজনৈতিক স্বার্থ হাসিলে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মোহাম্মদ হাসানের জানাজা ও কফিন মিছিল শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। হাসান হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান স্বজন ও শহীদ পরিবারের সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, শহীদ পরিবারের বুকফাটা আর্তনাদের শেষ না হলেও রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কেউ কেউ।
তিনি বলেন, রাজনীতিতে ব্যবহারের জন্য আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কোনো অপশক্তি হীন স্বার্থ চরিতার্থ করতে আওয়ামী লীগকে যদি আবারও বাংলাদেশের রাজনীতিতে আনার প্রচেষ্টা চালায়, হয়তোবা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরও দুই হাজার জন শহীদ হবো। তবু আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেবো না।