চাটগাঁ ডাইজেস্টের ১০ সিনিয়র সিটিজেনকে সংবর্ধনা
‘প্রবীণ তথা সিনিয়র সিটিজেনরা হলেন দেশের সমাজের অভিভাবক। তাদের সম্মাননা জানানো হলে দেশ ও জাতি এগিয়ে যাবে।’
গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে মাসিক চাটগাঁ ডাইজেস্টের ২৬তম বর্ষপূতি মুজিব শতবর্ষ উপলক্ষে ১০ সিনিয়র সিটিজেন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ এ কথা বলেন।
মাসিক চাটগাঁ ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও চাটগাঁ ডাইজেস্টের উপদেষ্টা সম্পাদক মো. ইসকান্দর আলী চৌধুরী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সিটিজেন সোসাইটির চট্টগ্রামের জেনারেল সেক্রেটারি ও প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন এম সামশুল হক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। এ অনুষ্ঠানে ১০ সিনিয়র সিটিজেনকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এম জহিরুল আলম দোভাষ, বিশেষ অতিথি এম সামশুল হক ও ফরিদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত সিনিয়র সিনিজেনদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন লায়ন ডা. দুলাল দাশ, লায়ন তারেক কামাল, প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, লায়ন এমএ সামাদ খান পিএমজেএফ, প্রকৌশলী পরিতোষ কুমার বড়–য়া, অঞ্জন শেখর দাশ ও প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে সংবর্ধিত ১০ সিনিয়র সিটিজেন হচ্ছেন বাংলাদেশ রেলওয়ের প্রাক্তন চিফ এনাসথেসিওলজিস্ট লায়ন ডা. দুলাল দাশ, প্যাসিফিক অয়েল কোম্পানি লি. এর চেয়ারম্যান কফিল উদ্দিন আহমদ, এফবিসিসিআইয়ের প্রাক্তন ডাইরেক্টর লায়ন তারেক কামাল, ইয়াংওয়ান এর প্রাক্তন নির্বাহী পরিচালক ও উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, চিটাগাং কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ১ম সহ-সভাপতি ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী পরিতোষ কুমার বড়–য়া, সিরাজগঞ্জ সিমেন্ট মিলস্্ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর লায়ন এমএ সামাদ খান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (চট্টগ্রাম অঞ্চল)এর প্রাক্তন প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, আর এস আই গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর অঞ্জন শেখর দাশ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। বিজ্ঞপ্তি