প্রবীণদের চিকিৎসা ও পেনশনের দাবি

আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

সিনিয়র সিটিজেন্স সোসাইটি
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম-এর আলোচনা সভায় বক্তারা সিনিয়র সিটিজেন্সের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকার প্রধানের নিকট আবেদন জানান।
গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন রোটারী জেলা গভর্ণর ও সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রামের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল আউয়াল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো: রেজা।
সোসাইটির সেক্রেটারি ফর একাডেমি সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজুল হক আনসারী, প্রকৌশলী এ এম এম কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সাংবাদিক মো. ইস্কান্দর আলী চৌধুরী, মঈনুদ্দীন কাদেরী শওকত, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা জাহেদ আহমদ, মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, হারুণ ইউসুফ, খায়েজ আহমদ, ডা. দুলাল দাশ প্রমুখ।
সভার শুরুতে হাসপাতালের চিকিৎসাধীন সিনিয়র সিটিজেন্স সোসাইটির সম্পাদক এম. শামসুল হক-এর রোগমুক্তি ও দোয়া মোনাজাত করা হয়।
প্রধান বক্তা সালাউদ্দিন মো: রেজা বলেন, সিনিয়র সিটিজেন্সরা দেশের সম্পদ। তারা জ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ। দেশের উন্নয়নে তাদের অবদান অপরিসীম।
সিনিয়র সিটিজেন্সদের সুস্থ, চিকিৎসাসেবা সহ পেনশনের আওতায় আনা খুবই জরুরী। তিনি আরো বলেন দেশে বর্তমানে প্রবীণ নাগরিকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে সারাদেশে প্রায় দেড় কোটি প্রবীণ নাগরিক রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মানবেতর জীবনযাপন করছে। তাদেরকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সেবা কার্যক্রমের আওতায় আনা আবশ্যক।
মমতা
মমতা পরিচালিত প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্যোগে আর্ন্তজাতিক প্রবীণ দিবস ২০২২ পালিত হয়। স্থানীয় ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১ অক্টোবর এ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভূ, মূখ্য আলোচক ছিলেন মমতা’র উপ প্রধান নির্বাহী মো. ফারুক ও বিশেষ অতিথি ছিলেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। পিকেএসএফ এর সহযোগিতায় পরিচালিত কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ ফরিদ আহমেদ।
উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপজেলার সভাপতি চৌধুরী সাহাবুদ্দিন, মমতা’র সহকারী পরিচালক পার্থ-সারথী বড়–য়াসহ প্রবীন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক লুৎফুন নাহার ও তরুন উদ্যোক্তা ফরহাদ শিকদারসহ মোট ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শারিরীকভাবে অক্ষম ব্যক্তিদের চারটি হুইলচেয়ার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি