প্রবাসী মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছে আন্দোলনকারীরা

সুপ্রভাত ডেস্ক »

রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে না পারায় ঢাকার কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন কয়েকশ’ মানুষ। পরে সড়ক ছেড়ে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। তাদের পেছনে পুলিশ সদস্যরা রয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বিপরীত পাশে পান্থপথে ঢোকার রাস্তাটি অবরোধ করেন তারা। দুপুরে আন্দোলনকারীদের মিছিলটি কারওয়ান বাজার থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাওয়া শুরু করে।

মালয়েশিয়া যাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ‘এক দফা এক দাবি মালোশিয়া যেতে চাই’, ‘সিন্ডিকেটের কালো হাত বুক ভেঙে দাও’।

বিক্ষোভকারীদের একজন মো. কাওসার বলেন, প্রায় সাত মাস আগে রিক্রুটিং এজেন্সিকে ছয় লাখ টাকা দেওয়ার পরও তারা মালয়েশিয়া যেতে পারেননি। এর জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।

সাব্বির নামের একজন বলেন, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে জানুয়ারি মাসের মধ্যে পাঠানোর কথা বললেও আমরা যেতে পারিনি। ঋণ করে মালয়েশিয়া যাওয়ার টাকা যোগাড় করেছি। ঋণের সুদ দিন দিন বাড়ছে। সংসার খরচ চালাতে পারছি না। এখন ফেব্রুয়ারির মধ্যেই আমরা মালয়েশিয়া যেতে চাই।

রাস্তা অবরোধ করায় রাজধানীর ব্যস্ততম এই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সকাল সোয়া ১১টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। দুপুর পৌনে ১২টার দিকে তারা কারওয়ানবাজার থেকে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাঈন উদ্দীন বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমরা চেয়েছিলাম উপদেষ্টারা এসে আমাদের দাবি শুনুক, আমাদের যাওয়ার ব্যবস্থা করুক। কিন্তু পুলিশকে বার বার বোঝানোর পরেও তারা আমাদেরকে ধাক্কা দিয়ে এক পাশে সরিয়ে দেয়।

তিনি বলেন, আমাদেরকে বেশ কয়েকবার ধস্তাধস্তি করে ফুটপাথের দিকে সরিয়ে দেয়। আমরা অনেক চেষ্টা করেও মোড়ে দাঁড়াতে পারিনি। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি। আমরা এখন মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করবো।