চট্টগ্রাম মেডিক্যালে নতুন আইসিইউ শয্যার উদ্বোধনে নওফেল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় আইসিইউ শয্যা ১২ থেকে ২০টিতে উন্নতীকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম হুমায়ুন কবির-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে সর্বদা আন্তরিক। চট্টগ্রাম মেডিক্যালে আইসিইউ সংকটের কারণে মুমূর্ষু রোগী অন্যত্র স্থানান্তরের যে সমস্যা ছিল তা নতুন ৮টি আইসিইউ শয্যা সংযুক্ত হওয়ার কারণে অনেকটাই হ্রাস পাবে বলে মনে করি। নতুন আইসিইউসমূহ সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধুর সরকারই প্রথম এ দেশের পল্লী অঞ্চলের সাধারণ মেহনতি মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে, চিকিৎসাসেবাকে থানা পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে থানা স্বাস্থ্য কমপ্লেক্স চালু করেন। চিকিৎসকদের সরকারি চাকরিতে সম্মান ও মর্যাদার কথা বিবেচনা করে তাদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি ৬০০০ জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা প্রবর্তন করে স্বাস্থ্যসেবাকে আরো প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন যা শুধু বাংলাদেশে শুধু নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রসংশিত হয়েছে।
আমরা অত্যন্ত আনন্দিত যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের স্বল্পতম সময়ের মধ্যে ১৩৩৩৩টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে এবং বর্তমানে গ্রামের সাধারণ মানুষ তার সুবিধা ভোগ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সুজত পাল, প্রসূতি ও গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুনুর রশিদ, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. রঞ্জন কুমার নাথ, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডা. রাজিব পালিত, ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সিনিয়র স্টোর অফিসার ডা. হুমায়ুন কবিরসহ চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, সেবিকা ও জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি