বোর্ডের সেরা দশ
নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম বোর্ড কর্তৃপক্ষ এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ এর ভিত্তিতে নগরীর ৩০টি কলেজের একটি তালিকা তৈরি করেছে।
এর মধ্যে ক্রমবিন্যাসে প্রথম দশটি কলেজের তালিকায় প্রথম স্থানে রয়েছে নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। এ কলেজ থেকে এবার মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ হাজার ৬৫২, পাস করে ১ হাজার ৬১৯ জন এবং জিপিএ – ৫ পেয়েছে ৮৬৮ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজ। এ কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৬ জন। এখান থেকে পাস করেছেন ১ হাজার ১৯ জন পরীক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছেন ৭৪৬ জন। তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি সিটি কলেজ। সিটি কলেজের মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৪ জন। পাস করেছে ১ হাজার ৯৮৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬৭৬জন।
চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মোট পরীক্ষার্থী ১ হাজার ৬৬ এবং পাস করেছে ১ হাজার ৫৭ জন। এ কলেজ থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৪০৫ জন। পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ। কলেজের মোট পরীক্ষার্থী ৮৭০জন, পাস করেছে ৮৬৬জন, জিপিএ-৫ পেয়েছে ৩৬৬ জন পরীক্ষার্থী।
ষষ্ঠ অবস্থানে থাকা সরকারি মহিলা কলেজের মোট পরীক্ষার্থী ১ হাজার ৩২৩ জন, পাস করেছে ১ হাজার ২৮৭জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫৫জন।
সপ্তম অবস্থানে রয়েছে বাকলিয়া সরকারি কলেজ। এ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১ হাজার ৩২৪ জন, পাস করেছে ১ হাজার ২২৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৮জন।
অষ্টম অবস্থানে থাকা হাজারা-তজু ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থী ১ হাজার ৬০০ জন, পাস করেছে ১ হাজার ৫৬৭জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৮১জন।
নবম অবস্থানে থাকা পটিয়া সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ১ হাজার ১৪০ জন, পাস করেছে ৯৬৩জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৬১জন।
দশম স্থানে থাকা ক্যান্টনমেন্ট ইংলিম স্কুল অ্যান্ড কলেজের ৩২৬জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৯জন।