‘প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার পর তাকে তাকে বাদে দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মিটিংয়ে বসেন বিসিবি কর্তারা। মিটিং প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল শনিবার বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন প্রেসিডেন্ট ফারুক আহমেদসহ বেশ কয়েকজন পরিচালক। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠকে সাকিবের বিষয়টি ছাড়াও স্ট্যান্ডিং কমিটি নিয়ে আলোচনা করা হয়েছে।
মিটিং শেষে ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো। ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এরপর তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। তাই আমরা কোনো স্ট্যান্স নেওয়ার চিন্তা করিনি। কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।’ খবর রাইজিংবিডি.কম’র