নগরীর ওর্য়াল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদে ইপসা ইনক্লুশন ওয়ার্কশ প্রকল্প এর আয়োজনে এবং এডিডি বাংলাদেশের এর সহায়তায় আয়োজিত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুবুল আলম। ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে চাকরি মেলায় অতিথি হিসেবে বক্তৃতা রাখেন চট্টগ্রাম চেম্বার অফ কর্মাসের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বিবিডিএন এর কর্মসূচি প্রধান আজিজা আহমেদ, এডিডি বাংলাদশের প্রকল্প ব্যবস্থাপক আবদুর রাকিব ও ইপসা’র প্রতিবন্ধিতা বিষয়ক কর্মসূচির প্রধান ভাস্কর ভট্টাচার্য্য।
মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি ও অন্যান্য বিষয়ে বিবিডিএন এর কর্মসূচি প্রধান আলোচনা করেন পাশাপাশি চাকরি বিভিন্ন বিষয়ে বিডি জবস এর চট্টগ্রাম প্রতিনিধি মো. জমির উদ্দীন বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় অতিথিবৃন্দ বলেন, প্রতিবন্ধীরা সমাজের কোনো বোঝা নয়। প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা পেলে তারা যে কোন ধরনের কর্মকা- বাস্তবায়ন করতে পারেন। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের প্রতি আন্তরিক। চট্টগ্রামের যেসব প্রতিষ্ঠান আছে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিতে সব সময় অগ্রগামী এবং তারা সবসময় প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিয়ে আসছে। প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন ভাবে দক্ষ হয়ে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের সে প্রস্তুতির সুযোগ আমাদের আরো মসৃন করতে হবে। ইপসা’র সহযোগিতা নিয়ে চেম্বারের যারা সদস্য তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরির সুযোগ তৈরি করবে। প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির জন্য আজকের এই আয়োজন এর মাধ্যমে তাদের জন্য চট্টগ্রামে নতুনভাবে চাকরির সুযোগ তৈরি হবে।
চাকরি মেলায় ফারজানা ফ্যাশন ওর্য়াল্ড লিমিটেড, এ এন্ড এ সুজ লিমিটেড, ক্লিফটন গ্রুপ, ওয়েল গ্রুপ, প্যাসিফিক গ্রুপ, আজিম গ্রুপ, প্যাসিফিক গ্রুপ, আজিম গ্রুপ, উৎস, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, এনএল জেড ফ্যাশন লিমিটেড, ইউসেপ, মহিলা কারিগরী প্রশিক্ষন কেন্দ্র, ই্য়থ পাওয়ার অব ব্রাইট বাংলাদেশ, বিডি জবস, ইডেন ফ্যাশন লিমিটেড, ইপসা ইনক্লুশন ওয়ার্কস প্রকল্প, রিটজী গ্রুপ লিমিটেড এবং সিইউএসডি, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বুথ প্রদান করেন। বিজ্ঞপ্তি
মহানগর