কবিতার বাড়ি
কুয়াশাছন্ন আধো আলোয় খুঁজে ফিরি তোমায়
শিশিরে টলমল সবুজ পাতায়;
মৃত্তিকায় বীজবোনা ভেজা ফসলের মাঠে
কখনও হৃদয় জমিনে- সিক্ত নোনা জলে!
দিকভ্রান্ত পান্থজনের মতো-
হেঁটে যাই গন্তব্যের অন্তহীন সড়কে!
নীলাঞ্জনা, তুমি আমার প্রথম আলো;
বেলা শেষের অমৃত কলতান, মধুর গান
পুলকিত শিহরণে খুঁজি মাটির ঘ্রাণে
তুমি আমার অনুভবের দিনরাত্রি, কবিতার বাড়ি।
চিল জানে
বিপন্ন মানবতা ভাঙার গানে
সজীব প্রাণে সমাবেত লোক
করছে আহাজারি আর শোক
আকাশের নিচে খোলা প্রাঙ্গণে
হঠাৎ ছো মেরে উড়ে চলে যায়
ক্ষুধার্ত সকালের কালো চিল
সম্মিলিত কণ্ঠ শব্দে ধুলিময়-
মাঠে কর্কশ বিবাদে লিপ্ত দ্রোহী
মৈত্রীর বন্ধনে মানবতা আনবে।
স্বার্থে ভেঙে যায় ওদের একতা।
ঈশ্বর খোদা ভগবানকে খোঁজে-
খোঁজে লোকগুলো ক্লান্ত হয়
ভ্রান্ত হয়, পায় না সঠিক ঠিকানা!
হয়তো চিল জানে শান্তির মতো
মানবিক পথ; যে প্রান্তরে আছে
সত্যের চাবি, অপার ভালোবাসা।
নিবেদন ইতি
সৃষ্টির অক্ষর যদি হয় মুদ্রিত শক্তি
তবে তাকে বৃক্ষের মতো ছায়া দিও।
সৃজনের শব্দ যদি গহীণ মনে রঙ ছড়ায়
প্রজাপতির মতো পেখম মেলে-
আনন্দ সাগরে নিমজ্জিত করো।
ষড়ঋতুর দেশে জন্মেছি বলে
মৌসুম আনন্দ তো থাকেই!
বাঙ্গালিয়ানায় চৈত্র সংক্রান্তি,
বৈশাখী মেলা আর ঋতু পরব-
এসব নয় মিছেমিছি!
তর্কে কি আর থেমে থাকে চিত্তানন্দ?
বরং বিভাজনে বিলীন হয় শেকড়!
সৃষ্টির উল্লাসে নির্মাণ করি অক্ষরবৃত্ত
সজ্জা শেষ হয়ে গেলে বার্তাবহ-
মুদ্রিত বর্ণমালা হয়তো ঝড় তোলে;
পড়ে থাকে বিনিদ্র রাতের বিছানায়!
জীবন থেমে গেলে আস্তে আস্তে
সব বিস্মৃত হয়ে যায় কালের খেয়ায়।
অতীতকে কেইবা মনে রাখে?
তাহলে সৃজন অমরত্ব আশা করি কেন?
জীবদ্দশার সুখমূল্য দামি ভেবে ভেবে
রচনা করি যাপন সুখের সাইকেল।
ভোরের শিশির
শিশিরের দেহ থাকে, আছে কী অশ্রু?
পরানন্দের জন্যই সে ভোরকে রাখে!
জলরাশির বিন্দু বিন্দুু ফোঁটা তৃপ্ত করে-
পথিকের নয়নে জাগে পুলক শিহরণ!
নির্দয় লোকের মত কেউ তাকে মাড়ায়;
স্বচ্ছ শিশির সকলকে সুপ্রভাত জানায়।
তোমার কুয়াশাছন্ন অন্তর তিমিরেই থাকে!
কান্নার জলধারা কোনদিন দেখিনি আমি,
লোভ আর বিত্তে হারিয়েছে তোমার কান্না!
আছে হিংসার আগুন, আমিও বিলীন তাপে
ভোরের শিশিরকে ভালোবেসে তাই ছুটে যাই-
ভেজা শরীরে সে আমায় আবিষ্ট করে রাখে।
অমর একুশের গ্রন্থমেলা – ২০২৫ উপলক্ষ্যে এবারে বের হয়েছে তৃতীয় কাব্যগ্রন্থ কবিতার বাড়ি ও অর্থের কারবার। উল্লেখযোগ্য বইগুলো হলো – জলকাব্য, আলোকিত ছায়া মানুষ, বিস্মৃত পলক, বিড়াল কাণ্ড, জীবনের গল্প ও টাপুর টুপুর বৃষ্টি পড়ে ইত্যাদি।