পটিয়ায় পৌরসভা নির্বাচন
নিজস্ব প্রতিনিধি,পটিয়া :
পৌরসভা নির্বাচনের প্রচারণার শেষ দিনে শুক্রবার পটিয়ায় মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ঢল নেমেছে। নিজ নিজ এলাকায় প্রার্থীরা গণমিছিল বের করে প্রচারণা করেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আইয়ুব বাবুল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী শামসুল আলম মাস্টার, বিএনপির ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম সওদাগর ও ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী এম আলী হোছাইন ছাড়াও ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. নাছির (উটপাখি), মো. আবদুল খালেক (ডালিম), ২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন (পাঞ্জাবি), রূপক কুমার সেন (উট পাখি), সনজিব কুমার দাশ (টেবিল ল্যাম্প), ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ছৈয়দ আবেদুজ্জামান আমিরী (টেবিল ল্যাম্প), গিয়াস উদ্দিন নেওয়াজ আজাদ (ডালিম), মো. আলমগীর (পাঞ্জাবি), গোলাম কাদের (গাজর), আবু ছৈয়দ (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী গোফরানা রানা (পাঞ্জাবি), শফিকুল ইসলাম (ব্ল্যাক বোর্ড), এম আবছার (উট পাখি), ৫ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জসিম উদ্দিন বিজয়ের পথে। ৬ নম্বর ওয়ার্ডে রুবেল দাশ বাবু (ব্ল্যাক বোর্ড), শফিউল আলম (টেবিল ল্যাম্প), রূপসী দাশ (উট পাখি), আবুল মুনছুর (ডালিম), জাহাঙ্গীর আলম চৌধুরী (গাজর), ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলাম (ডালিম), মো. নাজিম (উট পাখি), কামাল উদ্দিন বেলাল (টেবিল ল্যাম্প), হাসান মুরাদ (পাঞ্জাবি), ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজিব (উটপাখি), আবদুল মান্নান (ডালিম), মোস্তাক আহমদ (পাঞ্জাবি), ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী শেখ সাইফুল ইসলাম (উটপাখি), মো. সোহেল (ব্ল্যাক বোর্ড), মো. ইলিয়াছ চৌধুরী (ডালিম), এসএম খলিলুজ্জামান আমিরী (ব্রীজ), আহমদ নূর চৌধুরী (টেবিল ল্যাম্প), আবদুল মাবুদ (পাঞ্জাবি)। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন ১ (১,২,৩ নম্বর ওয়ার্ড) বুলবুল আকতার (চশমা), ফাতেমা বেগম (জবা ফুল), শিরিন আকতার (আনারস), সংরক্ষিত ২ (৪,৫,৬) ইয়াসমিন আকতার চৌধুরী (আনারস), জোৎস্না আরা বেগম (চশমা), জেসমিন আকতার (জবা ফুল), সংরক্ষিত ৩ (৭,৮,৯ ওয়ার্ড) ফেরদৌস বেগম (চশমা), ফারহানা ইয়াছমিন (আনারস), পারভিন আকতার (অটোরিক্সা) সমর্থকরা এলাকায় মিছিল বের করেন।
কাউন্সিলর প্রার্থী গোফরান জানিয়েছেন, প্রচারণার শেষ দিনে তার সমর্থকরা এলাকায় মিছিল করেছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পটিয়া পৌরসভা নির্বাচনে তাকে পাঞ্জাবী প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় সেজন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
কাউন্সিলর প্রার্থী শফিউল আলম জানিয়েছেন, তার সমর্থনে এলাকার নারী-পুরুষ প্রচারণায় নেমেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে তাকে টেবিল ল্যাম্প প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা রুবেল দাশ বাবু বলেছেন, পাইকপাড়া এলাকায় শুক্রবার ব্যাপক গণসংযোগ ও শেষ মিছিল বের করেছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি তাকে ব্ল্যাক বোর্ড প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।