নিজস্ব প্রতিবেদক »
আসন্ন চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোট চাইতে পথে নেমেছেন পাঁচ প্রার্থী। নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীই চান ভোটকেন্দ্রে ভোটারদের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক। এদিকে নির্বাচনী প্রার্থীর প্রচারণায় মুখর নগরীর বিভিন্ন এলাকা।
গতকাল শুক্রবার দুপুর থেকে নগরীর অলংকার, হালিশহর, উত্তর আগ্রাবাদ ঘুরে দেখা যায়, নির্বাচনী প্রার্থীর প্রচারণায় মুখর বিভিন্ন এলাকা। অলি-গলিতে মানুষের মুখে এখন একটি প্রসঙ্গ, তা হলো ৩০ জুলাইয়ের উপ নির্বাচন। এছাড়া এসব এলাকায় আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও জাতীয় পার্টির প্রার্থী সামসুল আলমের জনপ্রিয়তা থাকায় এ দুই প্রার্থীকে ভোট দেওয়ার আগ্রহও দেখা যাচ্ছে বেশ কিছু আলোচনায়।
রহমান নগরে নৌকার সমর্থনে গতকাল এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণার মাঠ থেকে যুবলীগ সংগঠক মো. আফতাব উদ্দিন রুবেল বলেন, ‘রাজনৈতিক মাঠে বাচ্চু ভাইয়ের আনাগোনা দীর্ঘদিনের। উনি অনেক দিন মাঠ পর্যায়ে রাজনীতি করে এখন সংসদ নির্বাচন করছেন। দীর্ঘদিনে উনার সঙ্গে যারা ছিলেন, তারা এখনও তার প্রচারণায় কাজ করছেন। উনার জয় মানেই মাঠ পর্যায়ের প্রত্যেকটা কর্মীর জয়।’
অন্যদিকে নয়াবাজার এলাকার এক ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মহিউদ্দিন বাচ্চু তো ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছেন। সে হিসেবে তাকে চিনি। তবে তিনি এ এলাকার হলে আরও ভালো হতো।’
উত্তর আগ্রাবাদে গতকাল দুপুরে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিতে দেখা গেছে জাতীয় পার্টির প্রার্থী সামসুল আলমকে। তবে দলটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের সভাপতি সোলায়মান আলম শেঠের হাত ধরে দলটি প্রচারণার মাঠে নেমেছেন সন্ধ্যা ৭টার দিকে। সেখানে গিয়ে দেখা যায়, দলটির সমর্থকও কম নয়। অধীর আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করছেন নির্বাচনের। নির্বাচনের দিন সকাল সকাল ভোট দিয়ে আসাটাই যেন তাদের একটি লক্ষ্য।
এ প্রসঙ্গে মো. ইলিয়াছ নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘সামসুলকে আমি ছোটবেলা থেকে চিনি। সে নিজেকে সৎ ও ভালো একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এজন্য আমি চাই সে এ নির্বাচনে জয়ী হয়ে আগামীতে একজন দায়িত্ববান নেতা হোক। আমার এখন শারীরিক সমস্যা থাকলেও সকাল সকাল কেন্দ্রে গিয়ে তার ভোটটা দিয়ে আসবো।’
লাঙ্গল প্রতীকের প্রার্থী সামসুল আলম বলেন, ‘আমরা মূলত কাল (শনিবার) থেকে নির্বাচনী প্রচারণা ভালোভাবে শুরু করবো। আজকে (শুক্রবার) প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করছি। আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক। এজন্য ভোটারদের ভোটকেন্দ্রে আনার সর্বোচ্চ চেষ্টা করবো।’
নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আজকে (শুক্রবার) আমরা রহমান নগরসহ কিছু জায়গায় নির্বাচনী প্রচারণা করেছি। মানুষের যে ঢল দেখেছি, তা সত্যিই অতুলনীয়। আশা করছি, এ ঢল আমরা ভোটকেন্দ্রে নিয়ে যেতে পারবো। মানুষের এ ভালোবাসা নিয়ে তাদের জন্য কাজ করার সুযোগ পেলে আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ কাজটা দেওয়ার চেষ্টা করবো।’