প্রক্সি ও প্রতারণার দায়ে ১৫ জনের জেল ও জরিমানা

জেলা প্রশাসনের রাজস্ব শাখার নিয়োগ পরীক্ষা

চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব শাখার নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও প্রতারণার দায়ে ১৫ জনের জেল ও জরিমানা করা হয়। গতকাল মৌখিক পরীক্ষার পর তাদের জেল ও জরিমানা করা হয়।

জানা গেছে, ভূমি মন্ত্রণালয় এর আওতাধীন চট্টগ্রাম জেলার রাজস্ব প্রশাসনের রাজস্ব শাখাসহ ১৫টি উপজেলা ভূমি অফিস এবং ৬টি মহানগর সার্কেল ভূমি অফিসসমূহে অফিস সহায়কের এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ১১ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৩৭ জন চাকরিপ্রার্থীর বুধবার মৌখিক পরীক্ষার আয়োজন করে জেলা প্রশাসন চট্টগ্রাম। কিন্তু প্রক্সি সিন্ডিকেট ধরতে তাৎক্ষণিক লিখিত পরীক্ষার মধ্যদিয়ে প্রার্থীদের প্রকৃত দক্ষতা, মেধা ও হাতের লেখা নিরীক্ষণের আয়োজন করা হলে তৎক্ষণাৎ পালিয়ে যায় ২১ জন আর ধরা পড়ে ১৫ জন পরীক্ষার্থী।

এরা হলেন মো. ইবরাহীম, নাইমুল ইসলাম, মুরশেদুল আলম, মো. জুনায়েদ, বিপ্লব সুশীল, মনিদীপা চৌধুরী, মোজাম্মেল হোসেন, আলী আজগর, তন্ময় দে, নন্দন দাশ, মান্না দাশ, প্রীতম চৌধুরী, শেখর দাশ, রহিম উদ্দিন ও আসাদুজ্জামান। আটক পরীক্ষার্থীদের খাতা যাচাই করে প্রাপ্ত নম্বরের তারতম্যের পাশাপাশি হাতের লেখায়ও অমিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা পরীক্ষায় প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। লিখিত পরীক্ষায় প্রবেশপত্র ফটোশপ করে অন্য প্রার্থীকে দিয়ে পরীক্ষায় পাশ করেন তারা। কিন্তু জেলা প্রশাসনের এমন উদ্যোগে ধরা পড়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জনকে অর্থদণ্ড ও অন্য ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি