কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর বাস্তবায়ন ও সর্বশেষ অগ্রগতি নিয়ে গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন বলেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর বহু আকাক্সিক্ষত কালুরঘাট সেতুটি বাস্তবে রূপ পাবে- এ নিয়ে কোন সন্দেহ নেই। তিনি জানান, কোরিয়া সরকারের সাথে বাংলাদেশের ৭০০ মিলিয়ন ডলারের চুক্তিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের তালিকায় কালুরঘাট রেল-কাম সড়ক সেতুটি এক নম্বরে আছে। তিনি অতি দ্রুত কালুরঘাট রেল-কাম সড়ক সেতুটি বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন।
এ সময় মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রামে বিভিন্ন মেগা প্রজেক্ট দৃশ্যমান এবং কালুরঘাট সেতু বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
প্রকল্পের তালিকায় এক নম্বরে কালুরঘাট সেতু
সাক্ষাতে মোছলেম উদ্দিনকে সচিব