সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে জড়িত হত্যাকারীদের বিচারসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন পালন করছে শিক্ষার্থীরা।
অনশনরত শিক্ষার্থীরা হলো- ইতিহাস বিভাগের শিক্ষার্থী রশিদ দিনার, নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিম মুশফিক, বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইরিব সুপ্ত।
আন্দোলনকারী শিক্ষার্থী আইরিব সুপ্ত বলেন, পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে জড়িত হত্যাকারীদের বিচারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৯ দফা জানানো হয়েছিল। কিন্তু প্রশাসন দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। তাই দাবি আদায়ে আমরণ অনশনে বসেছি।
শিক্ষার্থীদের নয় দফা হলো-
১. ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করতে হবে।
২.মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা।
৩. পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে।
৫. বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুইটি হল নির্মাণ করতে হবে।
৬. ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে।
৭. অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে।
৮. অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে।
৯. প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে এবং সম্প্রতি ঘটে যাওয়া গুপ্ত হামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।