বিজিএমইএ’র সভা
সরকারি সহযোগিতায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রথম ধাক্কা আমাদের তৈরি পোশাক শিল্প কোনভাবে সামাল দিলেও এই মহামারির ২য় ঢেউ ইতিমধ্যে এ শিল্পে আঘাত দিতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রায় অর্ধেক দেশে লকডাউনের মত অবস্থা বিরাজ করছে। ২য় ঢেউ-এর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর সতর্কতামূলক নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণের জন্য গতকাল ১১ নভেম্বর বিকাল ৩ টায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম এর সভাপতিত্বে বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে ‘ক্রাইসিস কমব্যাট কমিটির’ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, মঈনুদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালকবৃন্দ এমদাদুল হক চৌধুরী, সাইফ উল্ল্যাহ মনসুরসহ কমিটির অন্য সদস্যবৃন্দ। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম করোনার প্রথম ঢেউ মোকাবেলায় ঋণ প্রনোদনা সহ সরকারের গৃহীত বিবিধ পদক্ষেপের প্রশংসা করে বলেন, কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় আমাদের প্রথমবারের মত সার্বিক প্রস্তুতি নিতে হবে। সাধারণ ছুটির মধ্যেও কারখানা খুলে দেওয়ার মত চ্যালেঞ্জিং সিদ্ধান্ত এবং শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারায় আমাদের এ শিল্প কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তিনি আরো বলেন, বিজিএমইএ কোভিড-১৯ (করোনা) ফিল্ড হাসপাতাল ইতিমধ্যে করোনা চিকিৎসায় যথেষ্ট সহায়ক ভূমিকা রেখেছে। এটিকে আরো বেগবান ও চলমান রেখে করোনা চিকিৎসাসেবা আরো প্রসারের উপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় আরো বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম চৌধুরী সেলিম, বিজিএমএ’র পরিচালক অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামূল আজিজ চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, মঈনুদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক সাইফ উল্ল্যাহ মনসুর, টপস্টার এর ব্যবস্থাপনা পরিচালক আবছার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা গার্মেন্টস শিল্পকে করোনার দ্বিতীয় ঢেউকালীন সময়েও টিকিয়ে রাখতে অন্যান্য সহায়তার পাশাপাশি ফ্রন্ট লাইনার শিল্পযোদ্ধা হিসাবে এ শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য করোনার টিকা অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করার জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি