নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
পিছিয়ে থেকে পেনাল্টি পেয়ে কর্ণফূলী ক্লাবের বিরুদ্ধে পরাজয় ঠেকাতে সক্ষম হয়েছে প্রথম খেলায় জয় পাওয়া বাকলিয়া একাদশ। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগ ২০২২ আসরে গতকাল বিকেলে দিনের একমাত্র এ দু’দল ১-১ গোলে ড্র করেছে।
সম শক্তির দল দুটি শুরু থেকে আক্রমণ করেও প্রথমার্ধে বল জালে জড়াতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে নূর আলমে সিদ্দিকের গোলে এগিয়ে যায় কর্ণফুলী ক্লাব। মহিবুল্লার ক্রসে সুন্দরভাবে মাথা লাগিয়ে সিদ্দিক জালের ঠিকানা খুঁজে পান (১-০)। অব্যাহত চেষ্টার পর ৩০ মিনিটে সমতা আনে বাকলিয়া একাদশ। বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় রুবায়েতকে ’ডি’ বক্সে প্রতিপক্ষের একজন ডিফেন্ডার ফাউল করলে রেফারি নাছিরউদ্দিন পেনাল্টি দেন। আর সমরজয় বল জালে পাঠিয়ে সমতা আনেন (১-১)। বাকি সময় আর কেউ গোলের দেখা পায়নি। এ পর্যন্ত ২ খেলা শেষে বাকলিয়া একাদশের ৪ ও টানা দুই ড্র করে কর্ণফুলী ক্লাবের ২ পয়েন্ট।
ম্যাচসেরা নুরুল আলম সিদ্দিকের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু।
আজকের খেলা-কল্লোল সংঘ:রাইজিং স্টার ক্লাব (১২টা ৪৫), কিষোয়াণ স্পোর্টিং ক্লাব-আগ্রাবাদ নওজোয়ান ক্লাব (২টা ৪৫)।