‘পুষ্পা ২’-এর বাংলা গানে মাতলেন দর্শকরা

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

মুক্তির অপেক্ষায় বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’। সিনেমাটি ঘিরে আগ্রহের শেষ নেই দর্শকদের। সম্প্রতি সিনেমাটির নায়ক ও নায়িকার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। প্রকাশ হয়েছে প্রথম গানও।
এর পর থেকেই আগ্রহ আরো তুঙ্গে। এবার দর্শকমনে নতুন ঝড় তুলতে দ্বিতীয় গান প্রকাশ্যে আনলেন নির্মাতারা। গানের ভিডিওটি মূলত শুটিংকালের দৃশ্য নিয়েই নির্মিত। মূল গানটি চলচ্চিত্রে থাকবে।
‘পুষ্পা ২’ এবার আসছে বেশ কয়েকটি ভাষায়। যার মধ্যে রয়েছে বাংলাও। একই সঙ্গে বাংলা ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি। ‘পুষ্পা ২’-এর প্রকাশ হওয়া নতুন গানটি বাংলাতেও প্রকাশ হয়েছে।
বাংলায় ‘আগুনের’ শিরোনামে গানটির লিরিক্স লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। গেয়েছেন শ্রেয়া ঘোষাল। বুধবার (২৯ মে) সকালে মুক্তি পেয়েছে এই গান। ইতিমধ্যেই এটি অর্থাৎ বাংলা ভার্সনটি লাখের বেশি ভিউজ পেয়েছে।
এর আগে পুষ্পার ‘স্বামী’ গানটি দারুণ হিট করেছিল।
সেটা পুরোদমে ড্যান্স নম্বর ছিল। কিন্তু এবার ‘পুষ্পা ২’-এর এই গানটি অনেক বেশি রোমান্টিক। যদিও তাতেই জমিয়ে নাচতে দেখা গেছে রাশ্মিকা মন্দানা এবং আল্লু অর্জুনকে। নায়কের গলা জড়িয়ে নতুন হুকস্টেপ শেখালেন নায়িকা। এবার দক্ষিণী পোশাক ছেড়ে প্যান্ট টপ পরেই নাচতে দেখা যায় শ্রীভাল্লিকে।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ রীতিমতো ঝড় তুলেছিল দর্শকমনে। বক্স অফিসে দারুণ আয়ের পাশাপাশি সিনেমাটির সংলাপ, গান- সবই দর্শকদের মুখে মুখে ঘুরেছিল। রীতিমতো ভাইরাল হয়েছিল সব কিছুই। ‘পুষ্পা’-এর জনপ্রিয়তার পেছনে মূল চালিকাশক্তি আল্লু অর্জুন অনুরাগীদের আকৃষ্ট করেছিলেন নিজস্ব স্টাইল দিয়ে। এর পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে সিক্যুয়ালটির জন্য অপেক্ষারত। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুনের সঙ্গে আরো রয়েছেন রাশ্মিকা মান্দানা, সাই পল্লবী, প্রিয়ামণি, শ্রীতেজ, ফাহাদ ফাসিল প্রমুখ। আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।