সংবাদদাতা, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইমাম হোসেন নামে (৩৫) এক মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী তিন রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক হ্নীলা পুর্বরঙ্গীখালী লামার পাড়া এলাকার মৃত সোলেমানের পুত্র ইমাম হোসেন প্রকাশ ইমন।
জানা যায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার ভোরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে গেলে সিএনজিতে করে মাদকের চালান বহনকারী অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের গোলাগুলি চলাকালীন সময়ে মাদক বহনকারী সিএনজি আগুন ধরে যায়। এক পর্যায়ে মাদক পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পিছু হটে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ।


















































