পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

সুপ্রভাত ডেস্ক »

শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া ইউনিটের এআইজি ইনামুল হক সাগর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে

তিনি জানান, অন্য কোন কারণ নয়, শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সারদায় প্রশিক্ষণরত আরোও ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩১০জনকে অব্যাহতি দেয়া হল।

ওই ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়ার পর ২৪ অক্টোবর ওই ৫৮জনসহ মোট ৫৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে এসআই পদে নিয়োগের জন্য ৮০৪ জনকে চূড়ান্ত করে প্রশিক্ষণের জন্য গত বছরের ৫ই নভেম্বর তাদের সারদায় পুলিশ একাডেমিতে পাঠানো হয়।

৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে ৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হলে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের কথা ছিল।