সুপ্রভাত ডেস্ক
মোহাম্মদ মিজান ভিক্টর মোহসীন পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কোম্পানির ৪৪২তম পরিচালনা পর্ষদ সভায় পর্ষদ সদস্যগণ তাকে এ পদে নিযুক্ত করেন।
ভিক্টর মোহসীন পিএইচপি পরিবারের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মহসীনের পুত্র। তিনি গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে সাইকোলজি এবং মার্কেটিং বিষয়ে বিএসসি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএইচপি এ্যালুমিনিয়াম এবং পিইচপি ইন্টিগ্রেটেড স্টীল মিলস্ লিমিটেড এর সামগ্রীক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং অক্সিজেন স্পোর্টস্ জোনের ম্যানেজিং পার্টনার।
অপরদিকে, দ্বিতীয় মেয়াদে নিযুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান শোভিত বিকাশ বড়ুয়া, এফসিএমএ তাঁর ছয় বছরের কার্যকাল সম্পন্ন হওয়ায় একই দিনে অবসর গ্রহণ করেছেন। তিনি কোম্পানির আর্থিক বিবরনী ও হিসাবের খাতসমূহ দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করে প্রতিষ্ঠানকে একটি শক্তিশালী অবস্থানে উন্নীত করেছেন।