সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
শুরুর আগেই পাকিস্তান সুপার লিগ(পিএসএল) শেষ হয়ে গেছে লিটন দাসের। বাংলাদেশি এই তারকার খেলার কথা ছিল করাচি কিংসের হয়ে। তবে চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লিটন। তার বদলি হিসেবে অজি উইকেটরক্ষক ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি। প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। জিম্বাবুয়ে সিরিজ থাকলেও পুরো মৌসুমের জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। পাকিস্তানে গিয়েও অনুশীলনে চোট পেয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছেন লিটন। হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে বাংলাদেশি তারকার খেলা হলো না পিএসএলে। লিটনের বদলি হিসেবে অজি উইকেটরক্ষক ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি কিংস। সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন বেন ম্যাকডারমট। ১৮ গড় ও ৯৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২। দক্ষিণ আফ্রিকার এসএটি-২০, শ্রীলঙ্কার এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এই অজি তারকা।