পাহাড় ধসের ঝুঁকিতে মায়াফাপাড়া বিদ্যালয়

দীঘিনালা

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা :
পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে দীঘিনালা উপজেলার মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেকোন সময় ঘটে যেতে পাড়ে বড় ধরনের দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ে পাঠদান শুরুর আগেই ঝুঁকিপূর্ণ পাহাড় সরিয়ে নেয়ার দাবি এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেষা বিশালাকার খাড়া পাহাড়। পাহাড়ের পাদদেশে বিদ্যালয়ের অবস্থান। ঝুঁকিপূর্ণ পাহাড়টি ধসে যেকোনো মুহূর্তে বিদ্যালয়কে ধাক্কা দিতে পারে! গত বছর পাহাড় থেকে পিছলে পড়ে কয়েক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া পাহাড়টি কেটে সরানো হলে বিদ্যালয়ের সামনে বিশালাকার মাঠ তৈরি হবে।
এ ব্যাপারে বিদ্যালয়ের অভিভাবক বকুল ত্রিপুরা, খুকন্তি ত্রিপুরা জানান, আগামী বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ পাহাড়টি কেটে সরানো প্রয়োজন, না হয় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে! পাহাড়টি কেটে পার্শ্ববর্তী মাঠ ভরাট করার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা ত্রিপুরা জানান, গত বছর পাহাড় থেকে পড়ে গত বছর দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড় যেকোন মুহূর্তে বিদ্যালয়ের উপর ধসে পড়তে পারে! যার ফলে পুরো ভবন ধসে যেতে পারে। অন্যদিকে ঝুঁকিপূর্ণ পাহাড় সরিয়ে নিলে বিদ্যালয়ের সামনে বিশালাকার মাঠ তৈরি হবে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে।