পাহাড়তলী হাজী ক্যাম্পকে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস করে চালু করতে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে হজযাত্রী কল্যাণ পরিষদ।
২০ সেপ্টেম্বর স্মারকলিপি প্রদান করেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী, মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম, অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, ডা. সালেহ আহমেদ সুলেমান, অধ্যক্ষ ডা. নুরুল আমিন, আলহাজ মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, শাহাজাদা কায়সার মির্জা, আলহাজ আহমদ হোসেন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, পাহাড়তলী হাজী ক্যাম্পকে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস চালুর সাথে সাথে উন্নয়ন ও সংস্কারের জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। দীর্ঘ ৫ বছরের ব্যবধানেও তার কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এদিকে করোনাকালীন অবস্থায় গত ১ মহররম থেকে বিদেশীদের জন্যও ওমরাহ খুলে দেয়া হয়। এতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে চট্টগ্রাম বিভাগের মানুষ ওমরাহ করতে যাচ্ছেন। আগামী হজেও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের হজযাত্রীরা হজ করতে যাবেন আশাকরি। চট্টগ্রাম বিভাগের হজযাত্রীর সংখ্যা ২৬ শতাংশ। হজ এজেন্সির সংখ্যা শতের উপরে। প্রসঙ্গত, চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস চালু করতে প্রধানমন্ত্রীর পুনর্দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি