রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি
নিজস্ব প্রতিবেদক »
তিন পার্বত্য জেলায় পুরোনোদের ওপর আস্থা রেখেছে আওয়ামী লীগ। রাঙামাটি থেকে দীপংকর তালুকদার, বান্দরবান থেকে বীর বাহাদুর উশেসিং ও খাগড়াছড়ি থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং এর মধ্যে ২০০১ ও ২০১৪ ছাড়া বাকি চারবার নৌকা প্রতীকে জয়লাভ করেন। টানা সপ্তমবারের মতো তিনি এবারো নৌকার মনোনয়ন পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রত্যেক নির্বাচনে নৌকার টিকিট পেয়ে টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারো তিনি টানা সপ্তমবারের মতো নৌকার মনোনয়ন নিশ্চিত করলেন। অন্যদিকে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবারসহ টানা তিনবার নৌকার মনোনয়ন নিশ্চিত করেছেন। ২০১৪, ২০১৮ সালে তিনি টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।