সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সরকারের কাছ থেকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। সরকারের আপত্তি না থাকায় এ মাসেই পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে টাইগারদের। তবে প্রস্তাবিত যে সূচি পিসিবি থেকে দেওয়া হয়েছে বিসিবিকে, তা নিয়ে এখনও কোনো চ’ড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ভারত-পাকিস্তান বৈরিতার কারণে ক্রিকেটারদের একাংশ পাকিস্তান সফর নিয়ে উদ্বিগ্ন। তাই বোর্ড বা ম্যানেজমেন্ট কাউকে জোর করবে না পাকিস্তানে যেতে। সরকারের পক্ষ থেকে অবশ্য সবুজ সংকেত দেওয়া হয়েছে পাকিস্তান সফরের ব্যাপারে। ২৫ মে শুরু হওয়ার কথা থাকলেও ২ দিন পিছিয়ে যেতে পারে পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজটি। পিএসএলের ফাইনাল ২৫ জুন পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ সিরিজ শুরু হতে পারে ২৭ মে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, সিরিজটি শেষ হবে ৫ জুন। আরব আমিরাত সফর শেষে ২১ মে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ইতিপূর্বে পিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, ২৫ মে প্রথম ও ২৭ মে দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা ফয়সালাদে এবং তৃতীয় চতুর্থ ও পঞ্চম ম্যাচ লাহোরে হওয়ার কথা ৩০ মে, ১ জুন ও ৩ জুন। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, ম্যাচগুলো হতে পারে ২৭ ও ২৯ মে এবং ১, ৩ ও ৫ জুন। ভেন্যুতে কোনো পরিবর্তন হবে কিনা তা এখনও জানা যায়নি। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৯টায়।