সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে স্বাগতিক পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে। টানা দুই ম্যাচেই বাবর-রিজওয়ানরা ব্যাট-বলে চরম বিপর্যয় দেখিয়ে হেরেছে। ফলে ঘরের মাঠে দীর্ঘ ২৮ বছর পর আইসিসি টুর্নামেন্ট ফেরার স্বস্তি’কে উৎসবে রূপ দিতে পারল না পাকিস্তান। এরপরই বিপর্যয়ের দায় চাপছে তিন তারকা পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফদের কাঁধে। সাবেক পাক তারকা মোহাম্মদ হাফিজ তাদের বাদ দেওয়ার দাবি তুলেছেন। গত ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের দেওয়া ৩২০ রানের জবাবে সর্বসাকুল্যে ২৬০ রান করতে পেরেছিল। ভারতের বিরুদ্ধে তাদের ব্যাটিংয়ের চিত্র ছিল আরও করুণ। রিজওয়ানদের করা ২৪১ রান ভারত ৪৫ বল এবং ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। এ তো গেল ব্যাটিংয়ের চিত্র, পাকিস্তানের বোলাররাও দেখাতে পারছেন না কার্যকরী কোনো স্পেল। প্রতিপক্ষ ব্যাটারদের বিপদে ফেলে মোমেন্টাম এনে দেওয়ার সামর্থ্যই যেন হারিয়ে ফেলেছেন শাহিন-হারিসরা।