সুপ্রভাত ডেস্ক »
যারা একাত্তরে পাকিস্তানিদের সহযোগিতা করেছে, তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় কারো নাম উল্লেখ করে তিক্ততা সৃষ্টি করতে চান না বলেও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “রাতের অন্ধকারে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিবুর রহমান। মানুষকে অরক্ষিত রেখে কোনো দিকনির্দেশনা না দিয়ে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন। ২০২৪ সালের অগাস্টেও তারা তাদের নেতাকর্মীদের রেখে হেলিকপ্টারে ভারতে পালিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। তাই দলটিকে আর কোন সুবিধা না দেয়ার কথাও বলেন।
এসময় সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত গাড়িবহর নিয়ে শোডাউন দেয়ার ঘটনায় সমালোচনা করে বলেন, যারা একশ গাড়ি নিয়ে শোডাউন দেয় তারা ভবিষ্যতে কী করবে তা বোঝাই যায়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেপরোয়া হয়ে গেছে। তাদের বিএনপির সমকক্ষ না বানাতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।
অপরদিকে, কোন অজুহাত না দিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।