নিজস্ব প্রতিবেদক :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কেনা-বেচা, জালনোটের ব্যবহার রোধসহ সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে নগরের দামপাড়ার পুলিশ লাইন্স সদর দপ্তরে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিএমপি কমিশনার মাহবুবুর পশুরহাটে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান ছাড়াও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মুহূর্তের সংবাদ


















































