সুপ্রভাত ডেস্ক
শিউলী আক্তার একজন সিংগেল মাদার। তার দুই মেয়ে প্রীতি ও শান্তা। দুই মেয়ের চরিত্র দুই রকম। একজন প্রচুর পরিমানে গম্ভীর স্বভাবের অপরজন খুব চঞ্চল । এক যুগ আগে প্রীতি ও শান্তার বাবা তাদের মা’কে ছেড়ে চলে যায়। তারপর থেকে কষ্ট করে দুই মেয়েকে বড় করেছেন তিনি। খরচ বাড়ায় বেতনের টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খান এবং এই অসহায়ত্বের সুযোগ নেয় শিউলীর বন্ধু ফরহাদ।
অন্যদিকে বড় মেয়ে প্রীতির আচরণেও পরিবর্তন দেখা যায়, মেয়ে কেমন মা থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে। অনুরুপ আইচের রচনায় এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মেয়ে’। নাটকটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলাইমান, সাহেদ আলী সুজন,আবু হুরায়রা তানভির, নাবিলা ইসলাম, রিফাত জামান, বাপ্পি আশরাফ প্রমুখ।
দীর্ঘদিন লাইট ক্যামেরার বাইরে ছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান। সাত বছরের বিরতি ভেঙে একমাস আগে মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় ‘মৎস্যকন্যা’ দিয়ে আবার ফিরেছেন ক্যামেরার সামনে। এরপর আবার এক মাস পর আবার অভিনয় করছেন ‘মেয়ে’ শিরোনামের নাটকে। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, আমি অনেক দিন পর ক্যামেরার সামনে এসেছি। এক মাস আগে একটা কাজ করেছি। তারপর আজ এই নাটকটি করছি। এই গল্পটা একেবারেই ভিন্ন ধরনের গল্প। অনেকদিন পর যেহেতু একটু ভয় ভয় হচ্ছিলো পারবো কি না! তবে গল্পটি সুন্দর দর্শক পচ্ছন্দ করবে।
পরিবার পরিজনের সাথে সময় কাটাতে দেশে এসেছেন রিচি সেই ফাঁকেই নাটকে অভিনয় করছেন। দেশে কতোদিন থাকবেন এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি বেশ কিছুদিন সময় নিয়ে এসেছি। আমার সন্তানকে আমি আমার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। তাদের বাংলাদেশ ঘুরে দেখাতে চাই। এখনো বলতে পারছি না কতদিন থাকব।
উত্তরার লাবনী ৪ শুটিংয় বাড়িতে চলছে মেয়ে নাটকের দৃশ্য ধারণের কাজ। আজকেই দৃশ্যধারণের শেষ দিন। আসছে ঈদে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে নাটকটি সম্প্রচার করা হবে বলে জানায় নির্মাতা।