সুপ্রভাত ডেস্ক »
নিজ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পাশে না দাঁড়ালেও চিত্রনায়িকা পরীমণির জন্য বিবৃতি দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ (৩০ আগস্ট) সংগঠনটির প্যাডে পাঠানো এ চিঠিতে নায়িকার মুক্তি দাবি করেন তারা। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা থেকে বিরত থাকে। চেষ্টা সত্ত্বেও পরীমণির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর পরীমণি বড় শিল্পী হওয়ায় সত্য-মিথ্যা খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়ে।’
পরীর বিষয়ে উল্লেখ করা হয়, ‘আমরা সমিতিগতভাবে পরিষ্কার জানাতে চাই, পরীমণি আমাদের প্রিয় শিল্পী। তার গ্রেফতারে বাড়াবাড়ি করা হয়েছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন বলে একজন আইনজীবী পত্রিকায় যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। পরীমণি আমাদের দেশের জনপ্রিয় শিল্পী। তিনি যে মামলার আসামি তাতে তাকে জামিন দিয়ে এটি পরিচালনা হতে পারে। তিনি দোষী নাকি নির্দোষ তা আদালতে প্রমাণ হবে। কিন্তু জামিন পাওয়ার আইনি এখতিয়ার পরীর আছে। সুতরাং আমরা মনে করি, পরীমণিকে অবিলম্বে জামিন দিয়ে সত্য-মিথ্যা প্রমাণের সুযোগ দেওয়া হোক। তার প্রতি সুবিচার হোক।’ উল্লেখ্য, গত ৫ আগস্ট মাদক মামলায় গ্রেফতার হন জনপ্রিয় নায়িকা পরীমণি। এরপর বেশ দ্রুততার সঙ্গে ৭ আগস্ট সংবাদ সম্মেলন করে তার সদস্য পদ স্থগিত করে শিল্পী সমিতি। এ চিত্রনায়িকা ২৫ দিন ধরে কারাগারে আছেন।