আলোচনা সভায় আ জ ম নাছির
জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আহ্বায়ক এম জসিম রানার সভাপতিত্বে ও সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাসের সষ্ণালনায় জাতীয় শোক দিবসের এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সভায় তিনি বলেন, পরিবহন সেক্টরে অনিয়ম দীর্ঘদিনের। এ সকল অপকর্ম অনেক সময় সরকার বিরোধী ষড়যন্ত্রকারীরা নিয়ন্ত্রিত করে এবং তা অব্যাহত আছে। তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করে ন্যায্য দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমদ বিকম। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি মো কামাল উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের সভাপতি মিরন হোসেন মিলন, সাধারণসম্পাদক শাহ আলম ভূইঁয়া, চট্টগ্রাম দোকান কর্মচারী ফোডারেশনের সভাপতি মো আলমগীর, সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাত, মো ওমর মিয়া সর্দার, চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি মো নুরুল আলম লেদু, চট্টগ্রাম হকার লীগের সাধারন সম্পাদক হারুনুর রশিদ রনি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওসমান গনি, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম খোকন, অর্থ সম্পাদক মো ইউছুপ, চট্টগ্রাম জেলা অটোটেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ সরকার, যমুনা অয়েল লেবার ইউনিয়ন সিবিএ সভাপতি মো আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক মো আব্দুল মান্নান, বাকলিয়া থানা হকার লীগের সভাপতি মো এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো সোহেল, বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী সভাপতি মো বেলাল, সহ সভাপতি মো আকবর হোসেন, এস এম মামুনুর রশীদ মামুন, মো আজম, বাকলিয়া থানা মৎস্য শিকারী জেলে শ্রমিক ইউনিয়ন সভাপতি মো ইদ্রিস মোল্লা, সহ সম্পাদক গোলাম রাব্বানী শ্রমিক নেতা মো সোহেল, মো জসিম সিকদার, আমীর হোসেন বাচ্চু, কাসেম মোল্লা, ইকবাল হোসেন, ওমর ফারুক মজুমদার, আব্দুল হালিম আদু প্রমুখ। বিজ্ঞপ্তি