নিজস্ব প্রতিবেদক:
দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ দোকানি থেকে জরিমানা আদায়সহ ৬টি মামলা দায়ের করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পৃথক অভিযানে ৩টি করে ৬টি মামলা দেওয়াসহ জরিমানা করা হয়।
রোববার (২৮ জুন) নগরীর পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলী, আকবরশাহ, পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ, চান্দগাঁও ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান সুপ্রভাতকে বলেন, করোনার প্রভাব ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালানো হয়। অভিযানে বাজার মনিটরিং করার সময় চান্দগাঁও এলাকার অধীন দান স্টোর, মামুন এন্টারপ্রাইজ ও এহসান স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রর্দশন না করায় ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করাসহ ৩টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে নগরীর পাহাড়তলী এলাকার কাচা বাজারে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা ও ৩টি মামলা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
Uncategorized