আহত ৪
নিজস্ব প্রতিনিধি, পটিয়া :
পটিয়া উপজেলায় টেম্পু সমিতির নির্বাচনে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। লাঠিসোঁটার আঘাতে আহত হয়েছে ৫ জন। তবে তাদের নাম জানা সম্ভব হয়নি। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শান্তির হাট এলাকার পশ্চিম পটিয়া অটো টেম্পু, অটো সিএনজি বহুমুখী সমবায় সমিতির নির্বাচন শেষে এ ঘটনা ঘটে। ভোটগণনাকালে এক প্রার্থীর সর্মথক ভোটকেন্দ্রের ভিতরে অবস্থান করার অভিযোগ তুলে অপর প্রার্থীর লোকজন প্রথমে তাকে ধাওয়া করে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, পশ্চিম পটিয়া অটো টেম্পু, অটো সিএনজি বহুমুখী সমবায় সমিতির মেয়াদপূর্ণ হওয়ায় গতকাল বুধবার সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে নির্ধারিত সময়ে ভোট সম্পন্ন হয়। এতে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ২ জন, সহসভাপতি ৩ জন, অর্থ সম্পাদক ২ জন, সহসাধারণ সম্পাদক ৩জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক ৩ জন, দপ্তর সম্পাদক ২ জন ও সদস্যপদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল ৪টার দিকে ভোটগণনা কার্যক্রম শুরু হয়। এতে মোট ভোটার ছিল ১ হাজার ৮৩৮ জন।
পটিয়া থানার উপপরিদর্শক মোক্তার হোসেন জানিয়েছেন, শ্রমিক সংগঠনের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটগণনার সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি।
নির্বাচনের দায়িত্ব থাকা প্রিসাইডিং অফিসার ও পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুল্লাহ চৌধুরী জানান, শ্রমিক সংগঠনের নির্বাচনে ভোটকেন্দ্রের ভিতরে কোনো ঘটনা ঘটেনি। বাইরের ঘটনা তিনি জানেন না। শ্রমিক সংগঠনের সভাপতি প্রার্থী সেলিম রেজা জানিয়েছেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। ভোটগণনার সময় দুপ্রার্থীর সমর্থকদের বাকবিত-ার জের ধরে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।