প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা। যা অ্যারিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’ এই আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ ও একে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম একে খান মেমোরিয়াল আইন বক্তৃতা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবির একে খান অডিটোরিয়ামে ‘ন্যায়বিচারের ভবিষ্যৎ পুনঃকল্পনা’ শীর্ষক আইন বক্তৃতা-২০২৫ অনুষ্ঠিত হয়।
চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সংবিধান কাঠামোকে আরও শক্তিশালী করে সংস্কারের চেতনা জাগ্রত করবে।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবি বলেন, সময়োপযোগী ও চিন্তনউদ্দীপক থিম আমাদের ন্যায়বিচার নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এ সময় তিনি একে খান ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম জাফর উল্লাহ তালুকদার। অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান।