নৌকার প্রার্থীকে ইসি’র শো-কজ

ভাইরাল বেফাঁস বক্তব্য

জঙ্গিগোষ্ঠীর অপপ্রচার দাবি করে প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী »

ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ নিয়ে বেফাঁস মন্তব্য করায় বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার নির্বাচনের রিটার্নিং অফিসার রকর চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নৌকা প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দেশব্যাপী ভাইরাল হওয়া ভিডিওটিতে সব বক্তব্য এডিট করে প্রতিপক্ষ জঙ্গিগোষ্ঠী নির্বাচনী অপপ্রচার ছড়াচ্ছে দাবি করে তিনি মঙ্গলবার বেলা ৩টায় তার বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাম্বল ইউনিয়নটি স্বাধীনতার পর থেকেই স্বাধীনতাবিরোধী ও জঙ্গি গোষ্ঠীদের আশ্রয়স্থল ছিল। আওয়ামী লীগের নাম শুনলে তেড়ে আসে। আমিই প্রথম আওয়ামী লীগের চেয়ারম্যান। ৫ বছর চেয়ারম্যান ছিলাম, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফাঁসাতে চায় জঙ্গিগোষ্ঠীরা। নির্বাচন নিয়ে যেই জায়গায় বক্তব্য দিয়েছি সেই জায়গায় গত দুর্গাপূজার সময় (অর্থাৎ চাম্বল বাংলাবাজারে) দুর্গা প্রতিমা ও মন্দির ভাংচুর করেছে, ঘর-বাড়ি-দোকানে লুটপাট করেছে জঙ্গিগোষ্ঠী, ২০১৪ সালে একটি ব্যানার নামানোকে কেন্দ্র করে ১২ জন পুলিশকে মসজিদের ভিতর কুপিয়ে রক্তাক্ত জখম করেছে, ওই পুলিশরা এখনো পঙ্গু। ওইসব মামলার আসামি ও জঙ্গিগোষ্ঠীরা অপপ্রচার ছড়াচ্ছে। ভোটকেন্দ্রে লোক থাকা বলতে, এজেন্ট থাকার বিষয়টি বুঝিয়েছি। কেননা প্রত্যেক ভোটকেন্দ্রে প্রত্যেক প্রার্থীদের নির্বাচনী এজেন্ট থাকার নিয়ম রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে চলন-বলন ও অঙ্গভঙ্গি দেখলে বুঝা যাবে ভিডিওটা এডিট করা। আমার বিরুদ্ধে অপপ্রচার করা ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি করছি।

রিটার্নিং অফিসার রকর চাকমা বলেন, নৌকা প্রার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নির্বাচন কমিশনের নজরে আসে। এমন বক্তব্য নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লংঘন। এ বিষয়ে প্রকৃত ঘটনা জানতে প্রার্থীকে শোকজ করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি নৌকা প্রতীকের প্রার্থী ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নেওয়া এবং ভোট কেন্দ্রে নিজের মানুষ রাখা সম্পর্কিত বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।