সুপ্রভাত বিনোদন ডেস্ক »
জনপ্রিয় নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম সিনেমা নেটওয়ার্কের বাইরে আসছে ১৯ আগস্ট। এদিন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
বৃহস্পতিবার চরকির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সিনেমাটি নিয়ে এর আগে নির্মাতা আরিয়ান বলেছিলেন, ‘নেটওয়ার্কের বাইরে ওয়েবফিল্ম সম্পর্কে যদি এক লাইনে বলি তাহলে এটা একই সঙ্গে বন্ধুত্বের এবং ভালোবাসার গল্প।’
সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা চার বন্ধুর আনন্দ-বেদনা আর ভ্রমণের গল্প থাকবে এই সিনেমায়। এটির বড় একটি অংশের শুটিং হয়েছে কক্সবাজার ও সেন্টমার্টিনে।
নাটক ‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা আরিয়ান এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী।
তিনি বলেন, ‘একটা কাজ তখনই সার্থক হয় যখন সেটা দর্শকের ভালোবাসা পায়। সিনেমাটি মুক্তির পর আমরা সেই অপেক্ষায় থাকব।’
গত বন্ধু দিবসে এই সিনেমার ‘চল বন্ধু চল’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে ইউটিউবে।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করছেন শরিফুল রাজ, নাজিফা তুষি, ইয়াশ রোহান, ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা, খায়রুল বাশার ও জোনায়েদ বোগদাদী।